৯:২৯ অপরাহ্ণ, নভে ১৯, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে লবণের দাম বৃদ্ধির গুজব ও অতিরিক্ত দামে লবণ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়।
এসময় ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে শহরের মধ্যে বাজার এলাকার আলম ভঁইূয়ার পাইকারী দোকানে থেকে ৫০ হাজার ও খালেক এন্ড সন্সে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ব্যাবসায়ীদের তাদের দোকানে বিক্রয় তালিকা মূল্য ও মজুদ পণ্যের তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন। এসময় রায়পুর থানার ওসি মো. তোতা মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে লক্ষ্মীপুরে লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়েছে। ফলে মঙ্গলবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে সাধারণ ক্রেতাদের প্রয়োজনের চেয়েও অতিরিক্ত লবণ কিনতে দেখা গেছে। এতে স্বাভাবিক মূল্যে চেয়ে অতিরিক্ত দাম হাতিয়ে নিয়েছে কিছু বিক্রেতা।
রাতে প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দিতে এবং দেশে চাহিদার চেয়েও অতিরিক্ত লবণ মজুদ আছে বলে প্রচারণা চালানো হয়েছে।
জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের সচেতন করতে মাইকিং ও প্রচারণা করেছে প্রশাসন।
সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে জেলা ছাত্রলীগ।