নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ৮ কেজি গাঁজাসহ মো. মান্নান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাটের স্পিডবোট ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মান্নান কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার চৌমুহনীর রামপুর এলাকার মো. চাঁন মিয়ার পুত্র।
মজুচৌধুরীর ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল বলেন, মাদক ব্যবসায়ী মান্নান মজুচৌধুরীর হাট থেকে স্পিডবোট যোগে ভোলা যাওয়ার জন্য ঘাটে আসে৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশে সোপর্দ করা হবে।