৭:২৫ অপরাহ্ণ, নভে ১৯, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো: গোলাম ফারুক পিংকু।
হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শামছুল আলম বাবুল পাটওয়ারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের নোয়াখালী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার দেওয়ান মো. তৌহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ডাচ্ বাংলা ব্যাংকের লক্ষ্মীপুর এরিয়া ম্যানেজার মো. রুহুল আমিন, ১৪ দল চন্দ্রগঞ্জ থানার আহ্বায়ক সাবের আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাউছার আহম্মদ ও হাজিরপাড়া শাখার এজেন্ট সাহাব উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ডাচ্ বাংলা ব্যাংকের হাজিরপাড়া এজেন্ট শাখার মাধ্যমে এ অঞ্চলের মানুষ ও বাজারের ব্যবসায়ীরা খুব সহজে এবং নিরাপদে লেনদেন করতে পারবে।
এজেন্ট ব্যাংকিংয়ের সেবা কার্যক্রম সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।