৮:৫৯ অপরাহ্ণ, নভে ০৯, ২০১৯
নাম তার বুলবুল
নাই তার কোন হূল
তবু তার ভয়ে সকলেই
হয়েছে ব্যকুল।
হুশিয়ার উপকূল
উত্তাল নদীকূল
মেঘে মেঘে গর্জন
কোথাও ভারী বর্ষণ।
ধেয়ে আসছে বুলবুল
চলছে প্রস্তুতি
লাল পতাকা সাইরেন
শব্দে প্রকম্পিত গঞ্জ ও গ্রাম।
প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন
দফায় দফায় মিটিং
গোলটেবিল ও অফিসিয়াল সিটিং
গ্রামে গ্রামে হচ্ছে মাইকিং।
শুকনা খাবার
চিড়া- মুড়ি আর গুড়
রাতের খাবার খিচুড়ি আর ডিম
প্রস্তুত মেডিকেল টিম।
অস্থায়ী মোবাইল টয়লেট
পানি বিশুদ্ধকরন ট্যাবলেট
আরো আছে জ্যারিকেন
মোমবাতি হ্যারিকেন।
ফায়ার সার্ভিস কোস্টগার্ড
আনসার ভিডিপি
গ্রাম পুলিশ সিপিপি
উপজেলায় কন্ট্রোল রুম তৈরি।
আশ্রয়ন কেন্দ্রে কার কি লাগবে
স্বেচ্ছাসেবক থাকবে
প্রশাসন ঘুরে ঘুরে
মনিটরিং করবে।
জীবনের ঝু্ঁকি নিয়ে
জননেতা ও পিআইও
চরে গেছে তারা
চরবাসীকে আনতে
ঘূর্ণিঝড় জ্বলোচ্ছ্বাস হবে
নাহি চায় তারা মানতে।
নয় নম্বর মহাবিপদ সংকেত
জেলে নৌকা সাধারন বোট
মাঝ দরিয়া ছেড়ে চলে আসবে
জীবনের ঝুঁকি এড়াতে।
আবহাওয়া অধিদপ্তর
হুশিয়ারী জানাচ্ছে
আল্লাহ মেহেরবান
তুমি রহিম রহমান
বাঁচাও মোদের প্রাণ
রক্ষা করো নাদান বান্দারে।
মনিকা মুক্তা
লেখার সময়
৯/১১/১৯খ্রিঃ