• ঢাকা,বাংলাদেশ
  • মঙ্গলবার | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:২৫
  • আর্কাইভ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

৩:১৫ অপরাহ্ণ, আগ ০৯, ২০১৮

নিজস্ব প্রতিনিধি :

পেশাগত দায়িত্ব পালনকালে দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন লক্ষ্মীপুর প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি এম জে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সাংবাদিক আজিজুল হক, হোসেন আহমদ শাহজাহান, হাবিবুর রহমান সবুজ, সাইফুল ইসলাম স্বপন, এ কিউ এম শাহাবুদ্দিন, ইসমাইল হোসেন জবু, নিজাম উদ্দিন, সাজ্জাদুর রহমান ও জহিরুল ইসলাম শিবলু প্রমুখ। এ সময় জেলার কর্মরত অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন। বিভিন্ন সময় ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করা হয়। এসব পরিস্থিতি মোটেও কাম্য নয়। মামলা-হামলা করে সাংবাদিকদের সত্য প্রকাশে অবরুদ্ধ করা যাবে না। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com