• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৪১
  • আর্কাইভ

সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন লক্ষ্মীপুরের এমপি শাহজাহান কামাল

১:১৮ অপরাহ্ণ, জানু ০২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :

সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহন করলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান কামাল এমপি। এছাড়া নারায়ণ চন্দ্র চন্দ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী হচ্ছেন। এর আগে তিনি ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হচ্ছেন তথ্য-প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার ও রাজবাড়ীর আওয়ামী লীগ এমপি কেরামত আলী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এর আগে হবু এসব মন্ত্রিদের আনতে চারটি গাড়ি পাঠানো হয়।

আজ (২ জানুয়ারী) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গভবনে আনুষ্ঠানিক ভাবে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শপথ অনুষ্ঠানটি বড় পর্দার মাধ্যমে সরাসরি সম্প্রচার করে লক্ষ্মীপুর জেলা তথ্য অফিস।

এদিকে শাহজাহান কামাল মন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর আওয়ামীলীগ , স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে। মিছিলটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী হতে শুরুকরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে শাহজাহান কামাল এমপিকে পর্ণ মন্ত্রী করায় লক্ষ্মীপুর জেলা জুড়ে আনন্দের জোয়ারে ভাসছে। জেলার সব’কটি উপজেলা ও ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ে সভা, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে ব্যস্ত হয়ে পড়েছে দলীয় নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর থেকে প্রথমবারের মত শাহজাহান কামাল কে মন্ত্রী করায় লক্ষ্মীপুর জেলাবাসী বর্তমান সরকার’র প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com