• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩৩
  • আর্কাইভ

শোক দিবসে রায়পুরে অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৭:২১ অপরাহ্ণ, আগ ১০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে মেহেদি হাসান শিশির পাঠানের ব্যক্তিগত উদ্যোগে সহ¯্রাধিক অসহায় নারী-পুরুষের মাঝে এসব বিতরণ করা হয়।

রায়পুর এলএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। শিশির রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠানের ছেলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন স্বপন, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি প্রমুখ।

মেহেদি হাসান শিশির পাঠান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায়দেরকে শাড়ি-লুঙ্গি দেওয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com