৯:০৪ অপরাহ্ণ, আগ ১৮, ২০১৭
বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা পরিষদ‘র চেয়ারম্যান সামসুল ইসলামের মৃত্যুরপর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে । আগামী ১০ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে । উক্ত উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন ৯ প্রার্থী । দলীয় ভাবে আওয়ামী লীগ থেকে মনোনায়ন পেয়েছেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ‘র সাবেক সভাপতি,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্জ্ব মো : শাহজাহান । প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় মনোনায়ন বোর্ডের সভায় শেষে প্রার্থী হিসেবে আলহাজ্জ্ব মো : শাহজাহান মনোনয়ন চূড়ান্ত করেন। তাই জেলাজুড়ে চলছে নির্বাচনের জল্পনাকল্পনা। কারণ বিদ্রোহী হেভিওয়েট প্রার্থী রয়েছেন অনেকেই। এরই মধ্যেই অনেক দলীয় নেতাকর্মী পছন্দসই নেতার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন।
জেলা যুবলীগ’র আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু তার ফেসবুক আইডিতে শুক্রবার রাত প্রায় ১২ টা একটি স্ট্যাটাস দেন যাহা হুবহু তুলে দেয়া হলো।
” আমি বঙ্গবন্ধু দেখেনি কিন্তু খুবই কাছ থেকে শেখ হাসিনা কে দেখেছি । তিনি ত্যাগী ও তৃনমূল কর্মীদের কে কেমন করে ভালোবাসেন । যতদিন বেঁচে থাকবো শেখ হাসিনা কে ভালোবেসে যাবো প্রয়োজনে জীবন দিতে রাজী আছি । অতএব উনার সকল সিদ্ধান্ত সফল করতে কাজ করে যাবো । কোন আবেগ অথবা অর্থের বিনিময়ে নয় । শেখ হাসিনার সন্মাণ রক্ষা আমার ও সকল মুজিব সৈনিকদের দায়িত্ব । আসুন আমরা সবাই মিলে আমাদের প্রানের নেএীর সন্মান রক্ষা করি।
বি:দ্র:মুনাফেকরা আজ আমরা যারা চেয়ারম্যান,মেম্বার,গাড়ী,বাড়ির মালিক তারা শুধু শেখ হাসিনার কারনে হয়েছি ।”
৭:৫৯ অপরাহ্ণ, নভে ১২, ২০১৯