৬:৫৯ অপরাহ্ণ, নভে ০৯, ২০১৭
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর শহরের সব চেয়ে ভালো জমি জেলা পরিষদ থেকে আইডিইবি’কে বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছেন লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। এর আগে বিশেষ অতিথি মেয়র আবু তাহেরও একই আশ্বাস দিয়েছন।
‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আইডিবির ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নবেম্বর) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।
পরে শহরের পৌর বিপনী বিতানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তি আলহাজ্ব মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু তাহের, লক্ষীপুর আইডিবির জেলা শাখা সভাপতি প্রকৌশলী মাকসুদ উদ্দিন আহম্মদ বাবলু ও সাধারণ সম্পাদক সামছুল আলম,চেয়ারম্যান সালাঊদ্দিন ভূূঁইয়া এবং সম্মিলিত সাংস্কিৃতি জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূূঁইয়া আজাদ প্রমুখ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩