২:০৬ অপরাহ্ণ, নভে ২৫, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপু-৩ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন দুইজন। তারা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। অপরজন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
রোববার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদেরকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্রে যথাক্রমে তাদের দুইজনেরই নাম রয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিচ্ছেন।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩