• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:৩৮
  • আর্কাইভ

লক্ষ্মীপুর সদর “আইডিইবি” কমিটি গঠন : সভাপতি-আরিফ, সম্পাদক-খালেক

৫:০৭ পূর্বাহ্ণ, অক্টো ২৪, ২০১৭

নিজস্ব প্রতিনিধি :

“ইনষ্টিটিউশন অব ডিপ্লামা ইঞ্জিনিয়ার্স, বাংলাদশ ” (আইডিইবি) এর লক্ষ্মীপুর সদর উপজেলা কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন আরিফুর রহমান সোহেল এবং সাধারন সম্পাদক হলেন আঃ খালেক।

শনিবার (২২শে অক্টোবর) ৭ সদস্য বিশিষ্ট কমিটির ৭ জন সবাই  বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন। ২০১৮-২০১৯ জন্য এ কমিটি নির্বাচিত হয়েছে।

এছাড়া ফারুক সহ-সভাপতি,পুলক বিহারী ঘোষ যুগ্ম-সাধারণ সম্পাদক,আরিফ হোসেন অর্থ সম্পাদক, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, জসীম উদ্দিন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশন বোরহান উদ্দিন ও নির্বাচন কমিশন লাভলী ত্রিপুরার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেয়া হয়।

এর আগ গত ১১ অক্টোবর তফসিল ঘোষনার মাধ্যমে ৭টি পদের জন্য ৮টি মনোনয় পত্র দাখিল করেন প্রার্থীরা। এর মধ্যে যাচাই-বাচাই করে একজন বাদ পড়ে যাওয়ায় বাকীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com