• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩৩
  • আর্কাইভ

লক্ষ্মীপুর সদরের এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ নির্বাচন কমিশনের

১১:১৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

নিজস্ব প্রতিনিধি :

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদরের এমপি শাহজাহান কামালের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় কমিশনের উপ-সচিব আতিয়া রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

তবে এ বিষয়ে রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া ওই চিঠিটি দেখেননি বলে জানান।

এর আগে শুক্রবার সদর উপজেলার চেয়ারম্যান পদের দোয়াত কলম প্রতীকের প্রার্থী এ কে এম সালাহ্ উদ্দিন টিপু স্থানীয় এমপি’র বিরুদ্ধে অভিযোগ করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমপি নিজ এলাকায় অবস্থান ও নৌকার পক্ষে প্রভাব বিস্তারের লিখিত অভিযোগ করেন নির্বাচন কমিশনে। এর প্রেক্ষিতে তাকে জরুরী ভিত্তিতে এলাকা ছাড়তে নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ জানা তথ্যমতে এমপি জেলা শহরের তার বাস ভবনে অবস্থান করছেন বলে জানা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com