২:৩৪ অপরাহ্ণ, মার্চ ০৬, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘ নয় বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি পদে স্থানীয় দৈনিক রূপসী লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক মো. কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল নির্বাচিত হন।
রবিবার (০৪ মার্চ) সন্ধ্যায় ভোট গণনা শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে রিটার্নিং কর্মকর্তা ও আরডিসি ফাতেমা তুজ জোহরা উপমা বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত কক্ষে দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
সহ-সভাপতি পদে প্রথম আলোর প্রতিনিধি এম জে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের আবদুল মালেক, কোষাধ্যক্ষ পদে ভোরের ডাকের কামাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও মানব জমিন প্রতিনিধি মো. আব্বাস হোসেন, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে লক্ষ্মীপুর নিউজ’র নির্বাহী সম্পাদক আক্তার আলম, দপ্তর সম্পাদক পদে দৈনিক খবরের জেলা প্রতিনিধি ও দৈনিক মানব কল্যাণের নির্বাহী সম্পাদক মো. ইসমাইল হোসেন জবু, প্রচার সম্পাদক পদে আমাদের অর্থনীতি’র জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলু ও কার্যনিবাহী সদস্য পদে দৈনিক নবরাজের প্রতিনিধি নজরুল ইসলাম জয় ও মুক্ত খবরের প্রতিনিধি নাজিম উদ্দিন রানা নির্বাচিত হন।
পরে বিজয়ীদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রেস ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এতে ৭২ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩