• ঢাকা,বাংলাদেশ
  • মঙ্গলবার | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:২৭
  • আর্কাইভ

লক্ষ্মীপুর থেকে সেরা সাতারুর খোঁজে ইয়েস কার্ড পেল ২০ জন

৯:২৪ অপরাহ্ণ, জানু ০৮, ২০১৭

বিশেষ প্রতিনিধি: সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ টেলেন্ট হান্টে লক্ষ্মীপুর জেলা থেকে ইয়েস কার্ড পেয়েছে ২০ জন। বৃষ্টির মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ির পুকুরে সকাল ১১ টায় সেরা সাতারম্ন প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ সাতার ফেডারেশন উদ্যেগে ও নৌ-বাহিণীর সহযোগিতায় লক্ষ্মীপুরে ১৮৩ জন সাতারু সাতার প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এর মধ্যে অংশগ্রহন কারী ১৭৮ জন ছেলে ও ৫ জন মেয়ে। বয়স ভিত্তিক এ প্রযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতায় জন্য ২০ জন ইয়েস কার্ড পেয়েছে যার মধ্যে ৪ জন মেয়ে সাতারু রয়েছে। ২০ জনের মধ্যে ১০ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি দেওয়া হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে পুকুরের চার পাশে কয়েক হাজার দর্শক সাতার প্রতিযোতিতা উপভোগ করেন। সকালে সাতার হান্ট উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি লক্ষ্মীপুরের জেলা প্রসাশসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, নৌ বাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সদর উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। ইয়েস কার্ড ও পুরস্কার প্রাপ্তরা সাতারুরা হলেন- আরিফ, আফসান, তারেক, মুন্নী, সাইফুল, আঁখি, সাকিব, আরমান, রাবেয়া ও বোরহান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com