১১:৫২ অপরাহ্ণ, ফেব্রু ০২, ২০১৯
স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সহ-সহভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সহধর্মিণী মোসাম্মৎ তোফা বেগম (৫৮) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন )।
শনিবার ( ২ ফেব্রুয়ারি ) সকাল পোনে ৭ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি মা, চার ভাই, তিন বোন, স্বামী,দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনও গুণগ্রাহী রেখে গেছেন।
ওইদিন বাদ জোহর ঢাকা শ্যামলীতে প্রথম নামাজে জানাজা শেষে হেলিকপ্টারে করে মরদেহ লক্ষ্মীপুর কমলনগরের তোরাবগঞ্জ স্কুল মাঠে আনা হয়। পরে চর মার্টিন এলাকায় এ্যাডঃ মাহবুব এর নিজ বাড়িতে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজার পরে বাদ এশা তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমা তোফা বেগম লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক কালের প্রবাহ এর যুগ্ম-সম্পাদক কাজী মাকছুদুল হকের সেঝো ফুফু।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩