২:২৮ অপরাহ্ণ, এপ্রি ১৪, ২০১৯
অনলাইন ডেস্ক: আরেকটি নতুন বছরের পরিক্রমা শুরু হলো বাঙালির বর্ষপঞ্জিতে। আজ নতুন দিনের সূর্যোদয়ের আলোকচ্ছটায় রাঙা হবে গোটা দেশ, নেচে উঠবে মানুষের মন; ঘর ছেড়ে প্রাণের টানে বেরিয়ে আসবে বাঙালি জাতি।
আজ রবিবার। বাংলা নববর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখ, বঙ্গাব্দ ১৪২৬। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তার আয়োজন ও আলোচনা সভার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর জেলাজুড়ে ১৪২৬ বাংলা বর্ষবরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণিল একমঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঙ্গালীর ঐতিহ্যবাহী চড়ি খেলা, গরুর গাড়ী, পালকী ও কামার-কুমার সম্প্রদায়সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক শোভা পায়।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাা মুখোশ, রাখি ও মুকুটসহ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ দলমত নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ৫দিনব্যাপী লোকজ মেলা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন পিপিএম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত সকলের মাঝে বাঙ্গালীর ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকার খাবার সামগ্রীসহ পান্তা পরিবেশন করা হয়।
এছাড়াও লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলাতেও ব্যাপক উৎসাউৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাসহ নানান আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ করা হয়েছে।