• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৫২
  • আর্কাইভ

লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন পোগ্রাম

৮:৫১ অপরাহ্ণ, মার্চ ০৫, ২০২২

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন পোগ্রাম উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এ বছর থেকে একাদশ শ্রেণিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করা হয়।

শনিবার ( ৫ই মার্চ) কলেজ ক্যাম্পাসে ওরিয়েন্টেশন পোগ্রামের মধ্য দিয়ে ক্লাস কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় উপস্থিত শিক্ষকরা নবীন ছাত্রছাত্রীসহ অভিভাবকদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেয়া হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষকবৃন্দ অধ্যক্ষ রণজিৎ কুমার পাল এবং উপাধ্যক্ষ রিনা সুলতানাকে পুস্পস্তবক দিয়ে সম্মাননা জানান।

বাংলা বিভাগের প্রভাষক আব্দুস সাত্তার শামীমের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক এ. এইচ. এম. ইমরান হোসাইন।

এর আগে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন সহকারী শিক্ষিকা মল্লিকা সাহা। পরে উপাধ্যক্ষ ও অধ্যক্ষের দিক নির্দেশনামূলক বক্তব্যের শেষে সহকারী শিক্ষক নুরুল আলমের সঞ্চালনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com