১০:৪৮ অপরাহ্ণ, জুলা ০৯, ২০১৯
প্রবাহ প্রতিবেদন :
লক্ষ্মীপুরে সাড়ে ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
সোমবার রাতে শহরের বাঞ্চানগর গ্রামের কাজি বাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. আমিন উল্যার পুত্র মোঃ বেল্লাল (৪৫) ও একই এলাকার হুমায়ুন কবিরের পুত্র ইয়াছিন আরাফাত (২৮)।
মঙ্গলবার (০৯ জুলাই) দুপুরে মাদক আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে র্যাবের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম সাংবাদিকদের আটকরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমাসহ সঙ্গীয় ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে বাঞ্চানগর গ্রামের কাজি বাড়ির বাহারের নির্মাণাধিন টিনসেড দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে মাদক কারবারি বেল্লাল ও ইয়াছিনকে সাড়ে ৩শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩