১০:৪০ পূর্বাহ্ণ, জুলা ২৭, ২০১৭
বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা সহ রামগতি ও রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রামগতি ও রামগঞ্জে এর আগে রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন।
জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান রাসেল ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ।
তাছাড়া দুপুরে রামগতি উপজেলা শাখা কর্তৃক অায়োজিত দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে উপজেলা সভাপতি হাজী নেছার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা যুবলীগের অাহবায়ক মো: মেজবাহ উদ্দিন হেলাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বাবর প্রমুখ।
এদিকে, দুপুরে রামগঞ্জ উপজেলা শহরের সোনাপুর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা কমিটির আহ্বায়ক মো. সোহেল রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী মুর্তুজা বাবু ও ছায়েম হোসাইনসহ বিভিন্ন শাখার নেতারা।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩