• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | বিকাল ৫:৪০
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে সনদ জালিয়াতির অভিযোগ অধ্যক্ষসহ গ্রেফতার ৩

১১:৪৫ পূর্বাহ্ণ, আগ ০২, ২০১৭

বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুর কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেবসহ ৩ শিক্ষককে নকল সনদ জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে দ‍ুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেফতার শিক্ষকরা হলেন-ওই কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) ফখরুল ইসলাম ও প্রভাষক (কম্পিউটার) আক্তার হোসেন।

বুধবার (০২ আগস্ট) দুপুরে দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী ওই কলেজের প্রভাষক (পরিসংখ্যান) আব্দুর রব চৌধুরী জানান, ১৯৯৬ থেকে ২০০৪ সালের বিভিন্ন সময়ে নকল সনদে শিক্ষক ফখরুল ইসলাম, আক্তার হোসেন ও নুরুল করিম আজাদ (সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা) কলেজে চাকরি নেয়। অসুদপায়ে কলেজ অধ্যক্ষ আব্দুল মোতালেব চাকরি পেতে তাদের সহায়তা করেন। এ ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য নোয়াখালী দুদককে নির্দেশ দেন আদালত।

দুদক সূত্র জানা যায়, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগে পাওয়ায় কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষকে গ্রেফতার করা হয়েছে। অপর সহকারী অধ্যাপক নুরুল করিম আজাদের অভিযোগ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com