• ঢাকা,বাংলাদেশ
  • শনিবার | ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৩৮
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ

৬:৩২ অপরাহ্ণ, সেপ্টে ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে শনিবার সকালে একটি র‌্যালি বের করা হয়। পরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে জন্মদিনের কেক কাটে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের আহবায়ক আবদুল খালেক, যুগ্ম আহবায়ক সাকিব ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাবু, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ পাটোয়ারীসহ বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।


পরে জেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামীকাল রোববার (২৯ সেপ্টেম্বর) বৃক্ষরোপন করা হবে বলে দলীয় সেূত্রে জানা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com