১:০২ অপরাহ্ণ, সেপ্টে ২১, ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়। এসময় দুদুকে গ্রেফতারের দাবিও জানান দলীয় নেতাকর্মীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মিছিলটি তমিজ মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী থেকে উত্তর তেমুহনী গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি, যুবলীগ নেতা ওমর ফারুক সাগর, আবদুল জব্বর লাভলু, শেখ হারুন প্রমুখ।