৩:০৩ অপরাহ্ণ, অক্টো ২৬, ২০১৭
চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা :
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী জসিম উদ্দিনকে (৩৮) নোয়াখালী থেকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন চন্দ্রগঞ্জ থানাধিন পূর্ব জামিরতলী গ্রামের আব্দুর রহিমের পুত্র।
পুলিশ জানায়, ২০০১ সালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হত্যার দায়ে দায়েরকৃত মামলায় স্বামী জসিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় বিজ্ঞ আদালত। ওই সময় থেকে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল আসামি জসিম উদ্দিন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ নোয়াখালীর সুধারাম থেকে তাকে গ্রেফতার করেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক থাকা আসামি জসিম উদ্দিনকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩