৪:১৮ অপরাহ্ণ, নভে ১১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : ১০ বছরে পদার্পন করেছে স্বনামধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মোহনা টেলিভিশন’। এ উপলক্ষে লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
“প্রতিষ্ঠার শুভক্ষণে উৎসবে মাতি” এই স্লোগানে সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে মোহনা টিভি দর্শক ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখা।
এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান।
ফোরামের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জাকির হোসেন ভূঁইয়া আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি মো. জহির উদ্দিন সহ সাংবাদিক আনোয়ার রহমান বাবুল, মো. কামাল উদ্দিন, মীর ফরহাদ হোসেন সুমন, জহিরুল ইসলাম শিবলু, কাজী মাকছুদুল হক, মো. নিজাম উদ্দিন, রাকিব হোসেন রনি, হাসান মাহমুদ শাকিল, রুবেল হোসেন, সুমন দাস, রাজিব হোসেন রাজু, রাকিব হোসেন আপ্র, ফরহাদ হোসেন, জুনাইদ আল হাবিব, আবুল কাশেম সাদ্দাম, ফয়সাল কবির সহ আরও অনেকে।