প্রবাহ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এর কবর জিয়ারত করেছেন সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।
৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠান ও কুলখানিতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অংশ নেন তিনি।
এতে আরও অংশ নেয়, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর আদালতের পিপি এড. জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ুন কবির, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ, স্বাচিপের জেলা সাধারণ সম্পাদক ডাঃ রত্ন দ্বীপ পাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি জাকির হোসেন ভূইয়া আজাদ, চন্দ্রগঞ্জ ১৪ দলীয় জোটের আহবায়ক এম ছাবির আহমেদ, ছাত্রলীগ নেতা জিসাদ আল নাহিয়ান।