৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রু ২৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে মাসব্যাপি সেলিনা শহীদ ফাউন্ডেশন প্রথম বিভাগ ক্রিকেট লীগ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে জাতীয় সঙ্গিত পরিবশেন, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।
জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার সভাপতি ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আহসানুল কবির রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম পাপুল প্রমুখ।
আয়োজকরা জানান, আগামী ২ই মার্চ থেকে খেলা শুরু হবে। ক্রিকেটলীগে জেলার ৮টি ক্লাব খেলায় অংশ গ্রহণের কথা রয়েছে।