• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:২৫
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে মন্দিরে ফের চুরি, ছবি তুলতে ওসির বাধা

১০:৪২ অপরাহ্ণ, আগ ০২, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর মডেল থানার ১০০ গজ দূরে অবস্থিত শ্যাম সুন্দর জিউ আখড়া মন্দিরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় রাধা রানী বিগ্রহের (মূর্তি) গলা ও কানের সোনাসহ দুই লাখ টাকার মালামাল লুটে নেওয়া হয় বলে অভিযোগ মন্দির পরিচালনা কমিটির।

বুধবার (১ আগষ্ট) দিবাগত রাতের কোন সময়ে এ চুরির ঘটনা ঘটে। এনিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে বৃহস্পতিবার (২ আগষ্ট) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থলে চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন ও সিনিয়র ক্যামেরা পার্সন গোবিন্দ সাহাকে ভিডিও ফুটেজ ধারন ও ছবি তুলতে বাধা দেন ওসি। অনুমতি ছাড়া ভিডিও নেওয়া যাবে না বলে ওসি সাংবাদিকদের বিরত থাকতে বলেন।

এ বিষয়ে পরে জানতে চাইলে ওসি লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, ছবি নেওয়ার ওই সময় তিনি অপ্রস্তুত ছিলেন। এজন্য বাধা দেওয়া হয়েছে।

ওই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর মজুমদার বলেন, এক বছরে আমাদের মন্দিরে দুইবার চুরি হয়েছে। এবার দুই লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। আমরা চুরির ঘটনায় প্রতিকার পাচ্ছি না। এনিয়ে আমরা আতংকে আছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com