১২:৩২ অপরাহ্ণ, ফেব্রু ২১, ২০১৯
নিজস্ব প্রতিনিধি:
বাঙালি জাতির গর্ব ও অহংকার মহান একুশে ফেব্রুয়ারি। মা ও মাতৃভাষার সম্মান জড়ানো এই দিবসটি প্রতি বছর দলমত নির্বিশেষে সকল পর্যায় থেকে গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসায় পালন করা হয়। শ্রদ্ধা জানানো হয় সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদদের প্রতি।
শহীদ বেদীতে রাত ১২টা ১ মিনিটে প্রথমে লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন পিপিএম (সেবা)সহ পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগ, লক্ষ্মীপুর প্রেসক্লাব, সম্পাদক -প্রকাশক পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
পরে সকালে অনুষ্ঠিত প্রভাতফেরিতে অংশনেয় লক্ষ্মীপুর জেলা আইডিইবি সভাপতি মাকসুদ উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক সামছুল আলমসহ অন্যান্য সদস্যরা, উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার ও সহকারী শিক্ষক কনিকা দাস সহ শিক্ষক শিক্ষার্থীরা।
এছাড়াও প্রভাতফেরিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩