৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রু ২০, ২০১৮
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে ভাতিজার ছুরিকাঘাতে হারুনুর রশিদ (৩৫) নামে এক প্রবাসী চাচা খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রবাসী হারুনুর রশিদকে ছুরিকাঘাত করেন তার ভাতিজা রুবেল।
নিহতের স্বজনরা জানায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন হারুনুর রশিদ। এসময় রুবেল ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে রশিদের পেটে ছুরিকাঘাত করে রুবেল। পরে দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, চাচা খুনের ঘটনায় অভিযুক্ত ভাতিজা রুবেলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোক্তার।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩