১১:৪৯ পূর্বাহ্ণ, আগ ২১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজারের পাশের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আলমগীর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইছা গ্রামের মৃত. বশির উল্যার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, জেলার সদর উপজেলার মান্দারী বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে পাওনা ৬ লাখ টাকা আনতে যায় আলমগীর। সন্ধ্যার পর পাওনা টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। কিন্তু রাতে তিনি আর বাড়ি পেরেননি বলে জানান স্বজনেরা।
পরে আত্মীয় ও পরিচিতদের বাড়িতে বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।অন্যদিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে সদর উপজেলার কাজির দিঘীর পাড় এলাকায় তার গলাকাটা মৃতদেহটিকে পাওয়া যায়।
পরিবাররে লোকজন সেটিকে আলমগীরের মৃতদেহ বলে নিশ্চিত করেন। তবে মান্দারী বাজারের ঐ ব্যবসায়ীর নাম বলতে পারেননি স্বজনরা।
আলমগীর রায়পুর পৌর শহরের শাহী হোটেল সংলগ্ন তানহা কম্পিউটারের মালিক। এছাড়াও তিনি নারিকেল-সুপারি, ইট, বালুসহ কয়েকটি ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩