• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:২৭
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে ধর্মঘট, বিক্ষোভ, স্মারক লিপি

৯:৪৫ অপরাহ্ণ, এপ্রি ২৯, ২০১৭

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে ধর্মঘট,বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত অর্থদন্ড, ভূমি উন্নয়ণ কর গ্রহণ না করা এবং ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন ব্যাংকে গ্রহণ না করার প্রতিবাদে লক্ষ্মীপুর বণিক সমিতির উদ্যোগে শহরের ব্যবসায়ারীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট করেন। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান বন্ধ করে শহরে বিক্ষোভ মিছিল বের করে ব্যবসায়ীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যাবসায়ীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ভ্রাম্যমাণ আদালত দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থদন্ড

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com