৮:৩৭ অপরাহ্ণ, আগ ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে ৪২ ক্যান বিয়ারসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের শাহাবুদ্দিনের পুত্র মো. তারেক (২৬) ও নোয়াখালীর চাটখিল উপজেলার রাম নারায়নপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. কবির হোসেন (৪০)।
বুধবার রাতে ডিবি পুলিশ পরিদর্শক মো. সোলাইমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ডিবি পুলিশ পরিদর্শক মো. সোলাইমান জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারের ‘বনফুল সুইটমিট’ নামক একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানের পেছনে থাকা একটি কক্ষের মধ্যে থেকে অনুমোদনহীন ৪২ ক্যান বিয়ার পাওয়া যায়। বিয়ারগুলোর সঠিক কাগজপত্র দেখাতে না পারায় বিক্রেতা মো. তারেক ও কবির হোসেনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩