জানা যায়, আজ (১২ ফেব্রুয়ারী) সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমানের নেতৃত্বে কেন্দ্রের ঘোষিত কর্মসুচি পালন করার জন্য নেতাকর্মীরা জড়ো হয়। এসময় মানববন্ধন শুরুর প্রস্তুতিকালে পুলিশ তাদের ধাওয়া করে ৭ নেতাকর্মীকে আটক করে।
কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যান সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার সময় পুলিশ ধাওয়া করে ৭ নেতাকর্মীকে আটক করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন শীর্ষ সংবাদকে জানান, মানববন্ধনের প্রস্তুতি কালে ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।