• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:৩৭
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে বাসদের জেলা কমিটি গঠন

৭:০৯ অপরাহ্ণ, আগ ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।

কমরেড এম.এ মজিদকে আহ্বায়ক এবং কমরেড এড. মিলন মন্ডলকে সদস্য সচিব করে শুক্রবার (১৬ আগষ্ট) ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ১০ নং জোনের ইনচার্জ বজলুর রশিদ ফিরোজ।

জেলা কমিটির অন্য সদস্যরা হলেন- কমরেড ইব্রাহীম খলিল, কমরেড আরিফুর রহমান, কমরেড আবুল বাশার, কমরেড বেলায়েত হোসেন হিরন, কমরেড মো. ইকবাল হোসেন, কমরেড ফিরোজ আলম, কমরেড হৃদয় অধিকারী, কমরেড দীপু মজুমদার, কমরেড প্রভাত মন্ডল, কমরেড হারুন অর রশিদ, কমরেড মাওলানা জিল্লুর রহমান, কমরেড বিল্লাল হোসেন, কমরেড আলতাব হোসেন, কমরেড মো. বাবর হোসেন, কমরেড আবুল হাসেম, কমরেড সঞ্জীব দেব নাথ, কমরেড শুভ দেব নাথ, কমরেড জীবন দেব নাথ, কমরেড বিধান চন্দ্র দাস।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com