৮:৫৯ অপরাহ্ণ, নভে ১৩, ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ প্রতিনিধি সম্মেলন হয়।
সম্মেলনে সংগঠনের আহবায়ক ডা: কামালুর রহিম সমর এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি এমজে আলম, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মালেক, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু।
রাজু হাসানের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক তুহিন চৌধুরী, নাজমুল আহসান, নাসির উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক নুরুল হুদা, সাংবাদিক আবদুস শহিদ, আতোয়ার রহমান মনির, মীর ফরহাদ হোসেন সুমন, আনিস কবির সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিনিধি সম্মেলনের আলোচনা সভায় বক্তারা সেবামূলক ওইসব প্রাইভেট প্রতিষ্ঠানে আগত রোগীদের সেবা নিশ্চিতকরনে প্রতিষ্ঠানগুলোতে নিয়মমোতাবেক যথাযথ ব্যাবস্থাপনা নিশ্চিতকরন বিষয়ক বিভিন্ন পরামর্শমূলক আলোকপাত করেন। একইসাথে সেবাপ্রত্যাশীদের নির্ধারিত সেবামূল্যে সেবাপ্রদান সহ হয়রানী লাঘবে দালালমুক্ত পরিবেশ নিশ্চিকরনের বিষয়ও আলোচনায় উঠে আসে।
পরে অনুষ্ঠানে আগত অতিথি ও উপস্থিতিরা মধ্যাহ্ন প্রীতিভোজে মিলিত হন।