• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:১৫
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত, আটক ৬

১১:৫৮ অপরাহ্ণ, সেপ্টে ০৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার সন্ধার দিকে সদর উপজেলার পূর্ব বিজয়নগরে এ ঘটনা ঘটে। নিহত বাবুল একই উপজেলার পূর্ব বিজয় নগর এলাকার মৃত শহিদ উল্ল্যাহর ছেলে।

এ ঘটনায় জড়িত সোহেলসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিজয়নগরে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় শহিদ ও সোহেল । এসময় তাদের মারপিটের সমাধানে এগিয়ে এলে বাবুল হোসেনকে উদ্দেশ্য করে হামলা করে সোহেলসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী।

এতে মারাত্বক আহত হয়ে ঘটনাস্থলেই বাবুল মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, প্রতিপক্ষের হামলায় দিনমজুর বাবুল নিহত ঘটনায় রাতেই জড়িত সোহেলসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com