৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টে ০৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক সেমিনার লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।
সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, সবুজ বাংলাদেশের সহ-সভাপতি একেএম মাহবুবুর রশীদ চৌধুরী।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও সবুজ বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিল।
পরে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩