• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩৫
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহ শুরু

২:২৩ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৯

স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরে কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলাব্যাপী মোট ৮শ ৫৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে ।

রোববার (১৯ মে) সকালে সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এতে সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল রেদোয়ান আরমান শাকিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় সদর উপজেলা খাদ্য কর্মকর্তার (ভারপ্রাপ্ত) রামিম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহম্মেদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাব সভাপতি মো: কামাল উদ্দিন হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহম্মেদ জানান, এ বছর বোরো-১৯ ধান মন প্রতি ১ হাজার ৪০ টাকা সরকারের নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষক থেকে ধান সংগ্রহের কার্যক্রম চলছে। যার লক্ষ্য মাত্রা হচ্ছে লক্ষ্মীপুর সদরে ৩শ ৫৯ টন, রামগঞ্জে ২শ ৬০ টন, রায়পুরে ২শ ১৮ টন, কমলনগরে ৯টন ও রামগতি ৭টন। জেলাব্যাপী মোট ধান সংগ্রহ করা হবে ৮শ ৫৩ মেট্রিক টন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com