১১:২৭ অপরাহ্ণ, এপ্রি ০২, ২০১৮
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের চারদিন পর স্কুলছাত্র সান্তাল ইসলাম শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুভ চরফলকন গ্রামের পাটোওয়ারী বাড়ির মো. সবুজের ছেলে ও হাজিরহাট মিল্লাত একাডেমীর সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার (৩০ মার্চ) বিকাল থেকে শুভ নিখোঁজ হয়। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পায়নি স্বজনরা। এব্যাপরে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিন(২ এপ্রিল) ঘটনাস্থলের আশে পাশে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা একটি দোকানঘরের চালার উপরে উঠে মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, খেলতে গিয়ে কিংবা আম পাড়তে দোকানঘরের চালার ওপরে উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে শুভ’র মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩