৩:৩১ পূর্বাহ্ণ, জানু ১৯, ২০১৯
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক কালের প্রবাহ এর ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মাকছুদুল হকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তার সহধর্মিণী ফাতেমা-তুজ- জোহরা (মনিকা) জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের রামগতি উপজেলা প্রকৌশলী।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌর সভার ৬ নম্বার ওয়ার্ডের রেহান উদ্দিন ভুঁইয়া বাড়ির সামনে এঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার,সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ।
এছাড়াও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান, ডিবি শাখার কর্মকর্তারা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা পরিদর্শন করেন।
কাজী মাকছুদ জানায়, বসতঘরের লোহার জানালা ভেঙ্গে চোর প্রবেশ করে। ঘরে থাকা একটি ল্যাপটপ, মোবাইল সেট ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাসার লোকজন পার্শে আত্মীয়ের বাসায় ছিলেন। কাজী মাকছুদ ছিলেন প্রেস ক্লাবে।
ঘটনার সময় বিদ্যুৎ থাকলেও পৌর সভার ল্যাম্প পোষ্টের বাতি বন্ধ ছিল। তার বাসা ওই সড়কের পাশেই।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩