• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:১৯
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে দূর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

৮:৪৫ পূর্বাহ্ণ, ডিসে ৩০, ২০১৮

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর ৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে শনিবার মধ্যরাতে দূর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত যুবক মহাজোটের কর্মী হিসেবে দাবী করছেন আওয়ামীলীগ নেতারা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা যায়, সদর উপজেলার বড়ালিয়া গ্রামের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে বেশ কয়েকটি ফাকা আওয়াজের শব্দ শুনেন স্থানীয়রা। এসময় আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকজন গুলিবিদ্ধ হন। এর কিছুক্ষন পর পাশ্ববর্তী একটি ডোবায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যানও আওয়ামীলীগ নেতা আহসানুল কবির রিপন জানান, অতর্কিত সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ কর্মী নিহত ও ছাত্রলীগের দুই নেতা গুলিবিদ্ধ হন। তাৎক্ষনিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার তদন্ত চলছে বলে জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com