• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:৪৪
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে জেলারসহ ১১ কারারক্ষীর বিরুদ্ধে আদালতে মামলা

৫:৫১ অপরাহ্ণ, জুন ০৩, ২০১৯

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরে জেলারসহ ১১ জন কারারক্ষীর নাম উল্লেখ করে  ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করে আদালতে মামলা করা হয়েছে। এতে লক্ষ্মীপুরের জেলার মোহাম্মদ শাহ আলমকে ১নং আসামী করা হয়েছে।

সোমবার (৩রা জুন) দুপুরে আসিবুল হাসান (২৭) বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এ মামলা করা হয়। বাদী কারাগার সংলগ্ন আটিয়াতলী গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।

জেলার ছাড়া অন্য আসামিরা হলেন- আলমগীর, রবিউল, নাছির, দেবাশীষ, সাখাওয়াত, সাহাবুদ্দিন, আশিক, হাবিব, সাইফুল, ইউসুফ ও অজ্ঞাত আরও ১০ জন। তারা লক্ষ্মীপুর জেলা কারাগারের কারারক্ষী।

মামলায় আসামীদের বিরুদ্ধে মারধর ও ইয়াবা ক্রয় করে জেলের বিতরে সরবরাহের অভিযোগ আনা হয়। জেলের ভিতরে সরবরাহের উদ্দেশ্যে ইয়াবা ক্রয় করার সময় ১জন কারারক্ষীকে আটক করে এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করার জন্য জেলারসহ অন্যান্য কারারক্ষীরা বাদীসহ স্বাক্ষীদের উপর হামলার অভিযোগ আনা হয়।

এদিকে রোববার জেলার শাহ আলম বাদি হয়ে  লক্ষ্মীপুর সদর থানায় স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে আসামীদের বিরুদ্ধে কারারক্ষীদের মারধর, অর্থ মোবাইল লুটের অভিযোগ আনা হয়।

মামলার কৌসুলী এডভোকেট সৈয়দ মোহাম্মদ ফখরুল আলম নাহিদ জানান, বিঞ্জ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com