• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:০৮
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে জামায়াতের ১৫ নারী কর্মী আটক

৩:১১ অপরাহ্ণ, নভে ১৬, ২০১৭

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের  ১৫ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৬ নভেম্বর)  বিকেলে সদর উপজেলার দালাল বাজারের কামান খোলা এলাকার বড় বাড়ী থেকে তাদের আটক করা হয়।

বর্তমানে সংগঠনটির নারী কর্মীরা থানা হেফাজতে রয়েছে। তবে আটককৃতদের দলীয় পদ-পদবী কিংবা জামায়াত শিবিরের শীর্ষ নেতাদের কারো স্বজন কিনা তা জানাতে পারেনি পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

12
আটককৃতরা হলেন, রুবি বেগম, তাহেরা বেগম, হিরন বেগম, পাখি আক্তার, সালমা বেগম, তানিয়া বেগম, পিংকি আক্তার, সুমি আক্তার, বকুল বেগম, সুইটি আক্তার, বকুল, ফাতেমা বেগম, লাকি বেগম, তানিয়া, জাহেরাসহ ১৫ জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com