৭:১৫ অপরাহ্ণ, অক্টো ১২, ২০২২
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা শ্রমিকলীগের আয়োজনে বুধবার (১২ অক্টোবর) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনীর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো. ইউসুফ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে।