২:৩৭ অপরাহ্ণ, আগ ১৫, ২০১৯
স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৪তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট ) সকাল ৮.৩০ ঘটিকার সময় কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পৃষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এর নেতৃত্বে শহরে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে (মুক্তমঞ্চে) আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
নেজারত ডেপুটি কালেক্টর মো. খবিরুল আহসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম), জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার জয়নাল আবেদীন, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল কবির নিশান।
এছাড়াও র্যালি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।