• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:২৩
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে জাতীয় নজরুল সম্মেলন শুরু

৬:৪৫ অপরাহ্ণ, নভে ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল।

জেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কবি নজরুল ইনস্টিটিউট। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখা যায়। পরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে কালেক্টরেট ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ কুমার দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম।

এসময় ‘গণমানুষের কবি নজরুল’ বিষয়ে বক্তব্য রাখেন, নজরুল ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com