• ঢাকা,বাংলাদেশ
  • মঙ্গলবার | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:১৪
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে ছাত্রীর কানের দুল নিয়ে দৌড় দিলেন ছাত্রলীগ নেতা

৮:২৪ অপরাহ্ণ, এপ্রি ১৮, ২০১৮

স্টাফ রিপোর্টার:  লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে মিশু আক্তার (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে দৌড় দিলেন এক ছাত্রলীগ নেতা।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি জেনে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রিয়াজকে ডেকে আনলে স্থানীয় দুই শ্রমিক লীগ নেতা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে।

মিশু তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের প্রবাসী মোসলেহ উদ্দিনের মেয়ে। অভিযুক্ত রিয়াজ একই গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে ও তোরাবগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।  রিয়াজ লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ওই ছাত্রীর চাচা নিজাম উদ্দিন বলেন, ঘটনার সময় মিশু বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যায়। এ সময় হঠাৎ রিয়াজ শ্রেণিকক্ষে ঢুকে তার কান থেকে জোর করে স্বর্ণের দুল নিয়ে দৌড়ে চলে যায়। তখনও শ্রেণিকক্ষে অন্য শিক্ষার্থী এসে পৌঁছায়নি। বিষয়টি প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছি।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন বলেন, মিশুর অভিভাবক ও বিদ্যালয় থেকে বিষয়টি আমাকে জানিয়েছে। পরে আমি রিয়াজকে ফাজিল বেপারীর হাটে ডেকে আনি। এ সময় তোরাবগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন ও শ্রমিক লীগ নেতা সুমন তাকে ছিনিয়ে নিয়ে যায়।

বক্তব্য জানতে অভিযুক্ত রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানজুর রহমান রুবেল বলেন, ঘটনাটি জেনেছি। ওই ছাত্রীর অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠক করা হবে। অভিযোগটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। এ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে থানায় হাজির করার জন্য তার পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com