২:০৪ অপরাহ্ণ, ডিসে ২৭, ২০১৭
নিজস্ব প্রতিনিধি:
বিএনপি জামায়াতের অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে মিলিছটি শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা ছাত্রলীগের সদস্য কাজী বাবলু, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম, আলীয়া মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিনসহ জেলার বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপি জামায়াত দেশে অপরাজনীতি ও নৈরাজ্যের সৃষ্টি করছে। এ কারণে মানুষের মাঝে ক্রমেই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে এসব নৈরাজ্যের প্রতিবাদ করে যাবে।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩