১২:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯
বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ২০১৯-২০ বাজেটকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করার সময় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অনন্ত ১০জন আহত হয়েছেন।
শনিবার(১৫জুন) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরকারের ২০১৯-২০ অর্থবছরের মেগা বাজেট ঘোষণাকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুর শহরে আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফ এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, ছাত্রলীগ নেতা ইবনে জিসাদ আল নাহিয়ানসহ নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় পৌঁছালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা কাজী বাবলুর অনুসারী ও লক্ষ্মীপুর কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি’র অনুসারীদের মাঝে হাতাহাতি হয়।
এক পর্যায়ে তা সংঘর্ষে পরিণত হলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সোহেল, রিয়াদ হোসেন, সাগর ও রিপনসহ ছাত্রলীগের উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এসময় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিকদের উপস্থিতি দেখে মাথায় ক্ষত নিয়েই ছাত্রলীগ নেতা কাজী বাবলু আহত অনুসারীদের নিয়ে দ্রুত পালিয়ে যান।
মিছিলে উপস্থিত থাকা ছাত্রলীগের এক কর্মী জানান, মিছিলে একজনের পায়ের চাপে আরেকজনের জুতা ছিঁড়ে যাওয়ার বিষয় নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু মুঠোফোনে জানান, মিছিলের ভেতরে কর্মীদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি ও সংঘর্ষ সৃষ্টি হয়। পরে তা সমাধান হয়ে গেছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফ বলেন, বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। তবে সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু মুসা জানান, সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩