৭:৫২ অপরাহ্ণ, জুলা ০১, ২০২২
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আওতাধীন ৭টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে ২১ জন করে সদস্য রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কমিটিগুলোর অনুমোদন দেন।
নব গঠিত কমিটিগুলো হলো- জেলার সদর উপজেলা (পশ্চিম), সদর উপজেলা (পূর্ব), চন্দ্রগঞ্জ থানা, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর সরকারী কলেজ, রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা।
লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) ছাত্রলের আহ্বায়ক করা হয়েছে আব্দুল মজিদকে, সদস্য সচিব করা হয়েছে মিজানুর রহমানকে।
সদর উপজেলা (পূর্ব) ছাত্রলের আহ্বায়ক হলেন, দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য সচিব বায়জিদ হোসেন ভূঁইয়া। চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক হলেন, ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর।
লক্ষ্মীপুর পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক হলেন আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব ইয়াসিন বাবলু। লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল হাসান শাওন।
রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হলেন, মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আবদুল্যা আল রিফাত। রায়পুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত, সদস্য সচিব মো. সোহাগ হোসেন।
জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদলকে গতিশীল করার লক্ষ্যে ৭টি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। স্ব-স্ব কমিটির আওতাধীন সকল ইউনিটের কমিটি আগামী ২ মাসের মধ্যে গঠন করে জেলা ছাত্রদলের কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩